Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


আয়ুর্বেদিক ওষুধ বিপুল সম্ভাবনাময়: ডিএ ডিজি

Main Image

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে আয়ুর্বেদিক ওষুধ রপ্তানি করতে শিল্প মালিকদের উদ্যোগী হওয়ার আহ্বান


বাংলাদেশে আয়ুর্বেদিক, ইউনানি ও হারবাল ওষুধশিল্প বিপুল সম্ভাবনা তৈরি করেছে বলে মন্তব্য করেছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ।

মঙ্গলবার (৩০ মে) রাজধানীর মহাখালীতে ঔষধ প্রশাসন অধিদপ্তরে আয়ুর্বেদিক ওষুধের ভূমিকা শীর্ষক জাতীয় সেমিনার এ মন্তব্য করেন তিনি।

বাণিজ্য মন্ত্রণালয়ের মেডিসিনাল প্লান্টস অ্যান্ড হারবাল প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিলের সহায়তায় এ সেমিনারের আয়োজক বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বামা)।

প্রধান অতিথির বক্তব্যে ঔষধ প্রশাসনের ডিজি দেশের চাহিদা মিটিয়ে বিদেশে আয়ুর্বেদিক ওষুধ রপ্তানি করতে শিল্প মালিকদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে বামা সভাপতি হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, মানসম্মত ওষুধ প্রস্তুত করতে সরকারের সহযোগিতার পাশাপাশি শিল্প মালিকদের এগিয়ে আসতে হবে। আয়ুর্বেদিক, ইউনানি ও হারবাল ওষুধের মাধ্যমে চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান জানান তিনি।

সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার, বামার সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান, হামদর্দ বাংলাদেশের পরিচালক (তথ্য ও গণসংযোগ) আমিরুল মোমেনীন মানিক, ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক আশরাফ হোসেন, চলতি দায়িত্বপ্রাপ্ত পরিচালক মো. সালাউদ্দিন, মো. ইয়াহ্ইয়া, আকিব হোসেন, উপপরিচালক মো. নূরুল আলম, বামার সাবেক সভাপতি শিবব্রত রায়, আয়ুর্বেদ ফাউন্ডেশনের মহাসচিব মোস্তফা নওশাদ জাকি প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন