Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


সিনোভ্যাকের বিনিয়োগ প্রস্তাব নিয়ে সভা অনুষ্ঠিত

Main Image

চীনের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিনোভ্যাকের বিনিয়োগ প্রস্তাবের সর্বশেষ অগ্রগতি বিষয়ক সভা অনুষ্ঠিত


বাংলাদেশে প্লাজমা ব্যাংক প্রতিষ্ঠা এবং প্লাজমা সংক্রান্ত মেডিকেল প্রোডাক্টস তৈরি শিল্প স্থাপনের করতে যাচ্ছে চীনের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিনোভ্যাক। মঙ্গলবার (২৩ মে) বিনিয়োগ প্রস্তাবের সর্বশেষ অগ্রগতি বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।  

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) লোকমান হোসেন মিয়া। উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক  অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমসহ অনেকে। 

ওষুধ আমদানিকারকদের তথ্যমতে, বছরে ২ হাজার কোটি টাকার প্লাজমা-বেজড ওষুধ আমদানি করে বাংলাদেশ।

এর মধ্যে ইমিউনোডেফিসিয়েন্সি, অটোইমিউন ইনফেকশন ও ইডিওপ্যাথিক রোগের ওষুধ উল্লেখযোগ্যা। কোভিড-১৯, ইনফ্লুয়েঞ্জা, পা ও মুখের রোগ, এইচআইভি এবং ক্যান্সারের চিকিৎসার জন্যও প্লাজমা-বেজড ওষুধ প্রয়োজন হয়।

প্লাজমা থেকে তৈরি গুরুত্বপূর্ণ ওষুধের মধ্যে রয়েছে- ইমিউনোগ্লোবুলিন-ভিএফ, ইন্ট্রামাসকুলার ইমিউনোগ্লোবুলিন, অ্যালবিউমিন, ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিন আইভিআইজি,  অ্যান্টিথ্রোমবিন কনসেন্ট্রেট এবং ফ্যাক্টর আইএক্স কনসেনট্রেট। 

আরও পড়ুন