Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


ধূমপানে আসক্ত ডায়াবেটিস রোগীদের মৃত্যুঝুঁকি বেশি

Main Image

শরীরের এমন কোনো অঙ্গ নেই যেখানে ডায়াবেটিস প্রভাব ফেলে না।


ধূমপানে আসক্ত ডায়াবেটিস রোগীদের শারীরিক জটিলতার পাশাপাশি অকাল মৃত্যুর ঝুঁকি বে‌শি বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলেন, শুধুমাত্র সিগারেট সেবনের কারণে ৩০ থেকে ৪০ শতাংশ মানুষ টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকেন।

সোমবার (২২ মে) রাতে রাজধানীর একটি হোটেলে অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি এমপাওয়ারমেন্ট (এইস) আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর সাবস্ট্যান্স ইউজ রিসার্চের (সিশুর) হেড অফ লনজিটিউডিনাল রিসার্চ ডা. ফারহানা হাসিন। 

ডা. ফারহানা হাসিন জানান, যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) তথ্যমতে, সিগারেটের কারণে ৩০/৪০ শতাংশ মানুষের টাইপ-২ ডায়াবেটিস দেখা দেয়। একবার ডায়াবেটিস হয়ে গেলে যদি কেউ ধূমপান করে, সেটি আরও ভয়ঙ্কর। কারণ ডায়াবেটিস একটি মেটাবলিক ডিজঅর্ডার। শরীরের এমন কোনো অঙ্গ নেই যেখানে ডায়াবেটিস প্রভাব ফেলে না। 

অনুষ্ঠানে জানা‌নো হয়, ডায়াবেটিসে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের সংখ্যার দিক দিয়ে বাংলাদেশ শীর্ষ দশে। দে‌শে দিন দিন ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়ছে। বাংলাদেশে ২০২১ সালে ৩১ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। ২০৪৫ সালের মধ্যে তা দ্বিগুণ হবে বলে অনুমান করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ধূমপানের ক্ষতি সম্পর্কে সচেতন না হলে ডায়াবেটিসসহ বি‌ভিন্ন রোগ প্রতি‌রোধ চ‌্যা‌লেঞ্জ হ‌বে।

এইসের হেলথ স্পেশালিস্ট ডা. আস-সাবা হোসেনের পরিচালনায় প্যানেল আলোচনায় অংশ নেন এনাম মেডিকেল কলেজ এবং হাসপাতালের পরিচালক শামস মো. এনাম, সিশুরের হেড অফ লনজিটিউডিনাল রিসার্চ ডা. ফারহানা হাসিন, স্টেইট ইউনিভার্সিটি অব বাংলাদেশের পাবলিক হেলথ বিভাগের প্রধান প্রফেসার ডক্টর হাসনাত এম আলমগীর ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. ফায়াজুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন