Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


অবৈধ নার্সিং ইনস্টিটিউট বন্ধের দাবি

Main Image

দাবি আদায় না হলে ৩১ মে দেশজুড়ে মানববন্ধন করার ঘোষণা দিয়েছেন নার্সরা


নীতিমালা না মেনে যে সব বেসরকারি নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে, সেগুলোর অনুমোদন বাতিলসহ পাঁচ দাবি জানিয়েছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন। একই সঙ্গে দাবি আদায় না হলে ৩১ মে দেশজুড়ে মানববন্ধন করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

রবিবার (২১ মে) রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স (ডিআরইউ) ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে এ ঘোষণা দেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের লিগ্যাল এডভাইজার হোসাইন আহমেদ শিপন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বেসরকারি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ৮০ শতাংশ নিজস্ব হাসপাতাল নেই এবং কোনো হাসপাতালে সঙ্গে আইনগত চুক্তিভিত্তিক পার্টনারশিপ নাই। অবকাঠামো (একাডেমিক ভবন, হোস্টেল), দক্ষ জনবল (শিক্ষক, অফিস স্টাফ), শিক্ষা উপকরণ, ক্লিনিক্যাল প্র্যাকটিসের হাসপাতালসহ নার্সিং শিক্ষার প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ন্যূনতম ব্যবস্থাও নেই। ব্যবসায়িক উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী মূল্যায়ন পদ্ধতিতে গলদ রয়েছ। বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের কিছু কর্মকর্তাদের ইচ্ছা অনুযায়ী পছন্দের ব্যক্তির নামে এসব প্রতিষ্ঠান অনুমোদন দিয়েছে। ভুঁইফোঁড় প্রতিষ্ঠানকে নিবন্ধন দিয়ে লাখ লাখ টাকা আদায় করছে একটি সিন্ডিকেট। কাউন্সিলের অধীনে সারাদেশে ৩৭২টি বেসরকারি নার্সিং কলেজ পরিচালিত হচ্ছে। এর মধ্যে অবৈধভাবে শতাধিক নার্সিং কলেজের নিবন্ধন নিয়েছেন সাইক নার্সিং কলেজের চেয়ারম্যান আবু হাসনাত মো. ইয়াহিয়া এবং ডিডব্লিউএফ নার্সিং কলেজের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম। শুধু তাদের দুজনের নামেই নিবন্ধন নেওয়া হয়েছে ৫৯টি প্রতিষ্ঠানের। এর মধ্যে আবু হাসনাত ৪৪টি ও জহিরের ১৫টি। এ প্রতিষ্ঠানগুলোর নিবন্ধন দ্রুত বাতিল করতে হবে।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি খাঁন মো. গোলাম মোরশেদ, স্বাধীনতা নার্সেস পরিষদের মহাসচিব ইকবাল হোসেন সবুজ, বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির সভাপতি নাসিমুল হক ইমরান, ঢাকা নার্সিং কলেজ স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি রাকিবুল হোসেন রাকিব প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের অন্যান্য দাবির মধ্যে রয়েছে– স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ‘ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের’ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের সমমানের প্রজ্ঞাপন বাতিল করে এইচএসসি পাসের পর তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে স্নাতক ডিগ্রিতে রূপান্তর করতে হবে। গ্র্যাজুয়েট নার্সদের জন্য নার্সিং পেশায় স্পেশাল ক্যাডার সার্ভিস (সেবা ক্যাডার) চালু এবং প্রথম শ্রেণীর শূন্য পেদে নিয়োগ, সরকারি প্রতিষ্ঠানে কর্মরত নার্সদের মূল বেতনের ৩০ শতাংশ ঝুঁকি ভাতা নিশ্চিত, অন্যান্য টেকনিক্যাল পেশাজীবীদের মতো চাকরির শুরুতে অতিরিক্ত ইনক্রিমেন্ট সুবিধা ও নার্সিং শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ভাতা ২০ হাজার টাকা দিতে হবে।

আরও পড়ুন