Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর

Main Image

এয়ার কোয়ালিটি ইনডেক্সে ঢাকার স্কোর ১৬৬


বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে ঢাকা। মঙ্গলবার (২ মে) সকাল ১০টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ছিল ১৬৬। মান অনুযায়ী যা ‘অস্বাস্থ্যকর’ বিবেচনা করা হয়।

মে দিবস উপলক্ষে গতকাল সোমবার অফিস, বন্ধ থাকায় ঢাকার বায়ুর মান ছিল অপেক্ষাকৃত ভালো। কিন্তু এক দিনের ব্যবধানে ঢাকার বায়ু হয়ে উঠেছে অস্বাস্থ্যকর।

আজ বিশ্বের ১০০ শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষে আছে ইন্দোনেশিয়ার জাকার্তা। শহরটির স্কোর ১৭১। তৃতীয় অবস্থানে আছে পাকিস্তানের লাহোর, স্কোর ১৫৩। চতুর্থ ও পঞ্চম অবস্থানে আছে ভিয়েতনামের হ্যানয় ও চীনের উহান। শহর দুটির স্কোর যথাক্রমে ১৩৩ ও ১৩২।

একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআইকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

আরও পড়ুন