Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


বয়স্ক ব্যক্তিদের বুকের আঘাত হতে পারে প্রাণঘাতী

Main Image

বয়স্ক ব্যক্তিদের বুকের আঘাত হতে পারে প্রাণঘাতী


বুকের আঘাতকে গুরুত্বের সঙ্গে নিতে হবে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য এই আঘাত খুবই মারাত্মক হতে পারে।

দাড়ানো অবস্থায় পড়ে গিয়েও রোগীর বুকের পাঁজরের হাড় ভেঙে যেতে পারে। এরফলে তার ফুসফুসের পর্দা ছিঁড়ে বাতাস জমতে পারে। অথবা বুকের ভেতর রক্ত জমতে পারে। রক্ত জমে ফুসফুস চেপে গিয়ে রোগীর তীব্র শ্বাসকষ্ট হতে পারে।

কোনো কোনো ক্ষেত্রে এই রক্ত জমা বা বাতাস জমা বিষয়টা একটু দেরি করে হতে পারে। কিন্তু রোগীকে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

অনেক সময় রোগীর বুকের ভেতর প্রায় দেড় থেকে দুই লিটার রক্ত জমে থাকে। পাঁজরের হাড় বেশ কয়েকটা ভেঙে স্বাভাবিক নিঃশ্বাস বাধা পায়।

সময়মত চিকিৎসা করলে রোগী সুস্থ হয়ে যায়, সেই সঙ্গে কোনো জটিলতা তৈরি হয় না।

বুকের আঘাতকে গুরুত্বের সঙ্গে নিতে হবে।

ডা সেরাজুস সালেকিন
সহকারী অধ্যাপক
থোরাসিক সার্জন
থোরাসিক সার্জারি বিভাগ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

আরও পড়ুন