চিকিৎসা শুরুর আগে চিকিৎসকের উচিত মাথাব্যথার সঠিক কারণ নির্ণয় করা
মাথাব্যথা হলেই সিটিস্ক্যান বা এমআরআই করার দরকার নেই বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
তিনি বলেছেন, কোনো ব্যক্তির মাথাব্যথা হলে চিকিৎসকেরা কী করবেন, কী করবেন না, তা একটি বড় প্রশ্ন। মাথাব্যথার কারণ খোঁজার ব্যাপারে চিকিৎসককে আরও মনোযোগী হতে হবে।
রবিবার (১২ ফেব্রুয়ারি) সকালে বিএসএমএমইউর নিয়মিত মাসিক কেন্দ্রীয় সেমিনারে এসব কথা বলেন উপাচার্য। ২০তম কেন্দ্রীয় সেমিনারের বিষয় ছিল ‘মাথাব্যাথা’। সেমিনারে তিন শতাধিক শিক্ষক, চিকিৎসক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের নিউরোলজি বিভাগের অধ্যাপক মো. বাহাদুর আলী মিয়া, নাক–কান–গলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান এবং চক্ষুবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আফজাল মাহফুজুল্লাহ পৃথক তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন।
সেমিনারে মাথাব্যথার নানা কারণ ও প্রতিকার নিয়ে আলোচনা হয়। অনেকে মাইগ্রেন ও সাইনোসাইটিসের পার্থক্য নির্ণয় করতে ভুল করেন। অনুষ্ঠানে মাইগ্রেন নিয়ে বিশদ আলোচনা হয়।
বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, কমবেশি মাথাব্যথার অভিজ্ঞতা সব মানুষের আছে। মাথাব্যথার বহু কারণ থাকতে পারে। চিকিৎসা শুরুর আগে চিকিৎসকের উচিত মাথাব্যথার সঠিক কারণ নির্ণয় করা।
সেমিনারটি মূলত রোগ নির্ণয় ও চিকিৎসা বিষয়ে ছিল। করণীয় বিষয়ে বলা হয়, মাথ্যাব্যথার ইতিহাস সতর্কতার সঙ্গে, যত্নসহকারে নিতে হবে। রোগীর শারীরিক পরীক্ষা ঠিকভাবে নিতে হবে, প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষা যথাসময়ে করাতে হবে।
আরও পড়ুন