Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


তুরস্কে ৫ দিন পর জীবিত উদ্ধার তিন ভাই

Main Image

তিন ভাইকে উদ্ধারে টানা ৯ ঘণ্টা টানা কাজ করেন উদ্ধারকারীরা।


তুরস্কের আন্তাকিয়া শহরে প্রায় ১২০ ঘণ্টা পর ধ্বংসস্তুপ থেকে জীবিত অবস্থায় তিন ভাইকে উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পে ধ্বংসস্তুপে পরিণত হওয়া একটি পাঁচতলা ভবনের নিচ থেকে তাদেরকে উদ্ধার করা হয়।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের বরাত দিয়ে সিএনএন এ তথ্য জানায়।

তৃতীয় ভাইয়ের উদ্ধারের ভিডিও টিআরটি ওয়ার্ল্ডে প্রকাশ করা হয়। যেখানে দেখা যায় উদ্ধারের সময় থার্মাল কাগজে পেচিয়ে শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়।

টিআরটি জানায়, ভূমিকম্পে হাতায় প্রদেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়া আন্তাকিয়া শহরে ওই ভবনটি থেকে তিন ভাইকে উদ্ধার করা হয়। তাদের উদ্ধারে টানা ৯ ঘণ্টা টানা কাজ করেন উদ্ধারকারীরা।

৬ ফেব্রুয়ারীর ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ২৩ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে। তুরস্কে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৩১৮ জনে। দেশটিতে আহত হয়েছে ৮০ হাজার ৫২ জন। অপরদিকে সিরিয়ায় মৃত্যুর সংখ্যা তিন হাজার ৫১৩ জন এবং আহতের সংখ্যা পাঁচ হাজার ২৪৫ জন বলে জানা গেছে।

আরও পড়ুন