Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অর্ধ বার্ষিক মূল্যায়নে শীর্ষে রমেক

Main Image

সর্বোচ্চ ৫২ দশমিক ৩৬ নাম্বার পেয়েছে রংপুর মেডিকেল কলেজ।


সরকারি মেডিকেল কলেজের ষান্মাসিক বার্ষিক ফলাফল মূল্যায়নে শীর্ষস্থান অর্জন করেছে রংপুর মেডিকেল কলেজ। ২০২২-২৩ অর্থ বছরের অর্ধ বার্ষিক এই প্রতিবেদন ঢাকা মেডিকেলসহ ১০টি মেডিকেল কলেজের মধ্যে শীর্ষস্থান দখল করেছে কলেজটি। তবে তালিকার তলানিতে ঢাকা মেডিকেল কলেজ।

সোমবার (৩০ জানুয়ারি) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অল্টারনেটিভ মেডিসিন বিভাগের পরিচালক ডা. মোঃ মাছুদুর রহমান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে দেখানো হয়, ১০টি সরকারি মেডিকেল কলেজের অর্ধ বার্ষিক প্রতিবেদন মূল্যায়নের জন্য নির্ধারিত ৭০ নাম্বারের মধ্যে সর্বোচ্চ ৫২ দশমিক ৩৬ নাম্বার পেয়েছে রংপুর মেডিকেল কলেজ। এছাড়া ৪৭ দশমিক ১৬ নাম্বার পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ। ঢাকা মেডিকেল কলেজ পেয়েছে সর্বনিম্ন ১৮ দশমিক ৬৩।

নির্ধারিত ১০টি মেডিকেল কলেজের মূল্যায়িত অবস্থানঃ
১. রংপুর মেডিকেল কলেজ
২. এমএজি ওসমানি মেডিকেল কলেজ, সিলেট
৩. শের-ই বাংলা মেডিকেল কলেজ, বরিশাল
৪. শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা
৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ, ফরিদপুর
৬. ময়মনসিংহ মেডিকেল কলেজ
৭. রাজশাহী মেডিকেল কলেজ
৮. চট্টগ্রাম মেডিকেল কলেজ
৯. স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা
১০. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

আরও পড়ুন