Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


ঢামেকের শিক্ষার্থী ও ডাক্তারবান্ধব টাবলু স্যার

Main Image

ঢাকা মেডিকেলের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল হানিফ টাবলু


প্রতি বছর ঢাকা মেডিকেল কলেজে অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকা কিছু অত্যন্ত মেধাবী ছাত্র ছাত্রী ভর্তি হয়। এদের বেশিরভাগই আসে ঢাকার বাইরে থেকে। ফলে হুট করে প্রাইভেট টিউশন ম্যানেজ করে পড়াশুনা করাটা ভীষন কঠিন হয়ে পড়ে।

এটা সবারই জানা, মেডিকেলে পড়াশুনা করা কতটা ব্যয়বহুল। তার উপরে খাওয়া ও অন্যান্য দৈনন্দিন খরচ যেন বোঝার উপর শাকের আঁটি। এই বিষয়টি অনুধাবন করেন আমাদের অত্যন্ত প্রিয় ডাক্তারবান্ধব, মানবতাবাদী শিক্ষক অধ্যাপক Tablu Abdul Hanif স্যার। তিনি ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা যেন তাদের পুরোটা এমবিবিএস ছাত্রজীবন মসৃণভাবে পার হতে পারেন, সেজন্য গঠন করেছেন "Students Welfare Fund" যেখানে বিভিন্ন সংস্থা, ব্যক্তি, ডিএমসি এলামনাই সাধ্যমত ফান্ডিং করেন।

এ সব কিছুর কৃতিত্ব টাবলু স্যারের। কারণ তিনিই সকল প্রকার যোগাযোগ করে ফান্ড ম্যানেজ করার গুরু দায়িত্ব পালন করেন।

দুইদিন আগে মুগদা মেডিকেল কলেজের প্রিন্সিপাল হিসেবে স্যারের বদলী অর্ডার হলে একদিকে যেমন খুশী হই, অন্যদিকে স্যারের পদধ্বনি আর পাওয়া যাবেনা ডিএমসিতে, এই ভেবে খুব কষ্ট পাই।

অবশেষে, আজ ঢাকা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল হিসেবে স্যারের অর্ডার দেখে আশ্বস্ত হই।

পরিশেষে, কোভিড-১৯ অতিমারীতে স্যার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের জন্য যা করেছেন, তা আর নাই বা লিখলাম।

স্যার, আপনার সর্বাঙ্গীন সুস্থতা কামনা করি।

আরও পড়ুন