Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


ডেঙ্গুতে মৃত্যুর ৩৬ শতাংশই শিশু-কিশোর

Main Image

ডেঙ্গুতে মৃত্যুর ৩৬ শতাংশই শিশু-কিশোর


ডেঙ্গুতে মারা যাওয়া ১৪৮ জনের সাধারণ তথ্য পর্যালোচনায় দেখা গেছে ২৩ জনের বয়স ১০ থেকে ১৯ বছরের মধ্যে। অর্থাৎ মৃতদের প্রায় ৩৬ শতাংশের বয়স ১০ থেকে ১৯ বছরের মধ্যে।

স্বাস্থ্য অধিদপ্তর পরিচালিত ডেঙ্গুতে মারা যাওয়া রুগীদের সাধারণ তথ্য পর্যালোচনায় এতথ্য উঠে এসেছে।

এ বছর ডেঙ্গুতে ১৭০ জনের মৃত্যু হয়েছে। মৃত্যু বেশি দেখা যাচ্ছে ২০ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে। এর পরের অবস্থান শিশু-কিশোরদের অর্থাৎ যাদের বয়স ১০ থেকে ১৯ বছরের মধ্যে।

অন্যান্য বছরের মতো এবারও ঢাকা শহরে ডেঙ্গুতে মৃত্যু বেশি। ঢাকা শহরে মারা গেছেন ১০৩ জন। বাকি মৃত্যু বিভিন্ন জেলায়। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছেন কক্সবাজার জেলায়। দক্ষিণ-পূর্বাঞ্চলের এই জেলায় এ বছর ২৩ জনের মৃত্যু হয়েছে।

তুলনামূলকভাবে বেশি বয়সীরা হৃদ্‌রোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্যানসার, শ্বাসতন্ত্রের দীর্ঘস্থায়ী রোগে বেশি ভোগেন। এই বয়সীরা ডেঙ্গুতে আক্রান্ত হলে তাঁদের জটিলতা বেশি দেখা দেয়। স্বাস্থ্য অধিদপ্তরের বয়স বিভাজনের তথ্য বলছে, ১৪৮ জনের মধ্যে ৫০ থেকে ৫৯ বছর বয়সী ১৭ জনের মৃত্যু হয়েছে। আর ৬০ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে মৃত্যু হয়েছে ২৭ জনের। অর্থাৎ মৃতদের ৩০ শতাংশের বয়স ৫০ বছর বা তার বেশি।

 

আরও পড়ুন