Advertisement
Doctor TV

মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫


রুচি বাড়ানোর হার্বাল ঔষধ খেয়ে নিজের ক্ষতি করছেন নাতো?

Main Image

ডা. রাতিন মন্ডল


২৭ বছর বয়সের একজন ছেলে খাবার রুচি কম, একটা হার্বাল ঔষধ খেলে রুচি ভালো থাকে। তাই উনি গত এক বছর থেকে এটি খেয়ে আসছেন।

২ সপ্তাহ আগে রুটিন টেস্ট করতে গিয়ে উনার ডায়াবেটিস ধরা পড়ে। এরপর উনি ওই হার্বাল খাওয়া ছেড়ে দেন। ছেড়ে দেবার কয়েকদিন পর উনার ডায়াবেটিস নরমাল পাওয়া যায়। আমার কাছে উনি আসছেন ডায়াবেটিস এর ঔষধ কন্টিনিউ করবেন কিনা???

আমি রোগীর মুখ ও পেট দেখলাম- দুটিই অনেক ফুলে গেছে, পেটের মধ্যে মোটা মোটা দাগ হয়েছে (striae).

সব মিলিয়ে যেটা নির্ণয় হলো তা হলো- এই রোগী অনেক বেশি পরিমাণে স্টেরয়েড নিয়েছেন।
উনি যেহেতু হার্বাল ছাড়া আর অন্য কোন ঔষধ বা ইনজেকশন গত এক বছরে নেন নাই তাই এই হার্বালে যে স্টেরয়েড ছিল তা ধরে নেয়া যায়।

সকলের কাছে অনুরোধ ২০২২ সালে এসে এমন বোকামী করবেন না, যে কোন শারীরিক সমস্যা হলে ডাক্তার দেখিয়ে, পরীক্ষা করে তারপর ঔষধ খান। মুখের কথা শুনে হার্বাল, গাছনা ইত্যাদি খেয়ে নিজের ক্ষতি করবেন না।

আরও পড়ুন