Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


‘এডিস মশা ছিল না, ফ্লাইটে এসে বংশ বিস্তার করেছে’

Main Image

হয়ত ফ্লাইটে করে দুটি মশা দেশে এসে বংশ বিস্তার করেছে


প্রতিবেশী দেশের তুলনায় বাংলাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা কম হলেও বিষয়টি নিয়ে অস্বস্তিতে থাকার কথা জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। একই সঙ্গে তিনি দাবি করেন, বাংলাদেশে এডিস মশা ছিল না। ফ্লাইটে এই মশা আমাদের দেশে আসতে পারে।

সারা দেশে মশাবাহিত রোগ প্রতিরোধে সিটি করপোরেশন ও অন্যান্য মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা নিয়ে রবিবার (৩০ অক্টোবর) সচিবালয়ে এক বৈঠকে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, ‘আমাদের দেশে এডিস মশা ছিল না, ডেঙ্গু রোগ ছিল না। এটা তো বাইরের দেশ থেকে এসেছে। হয়ত ফ্লাইটে করে দুটি মশা দেশে এসে বংশ বিস্তার করেছে।’

ডেঙ্গুতে ২৬ অক্টোবর পর্যন্ত ৩৩ হাজার ৯৩০ জন আক্রান্ত হয়েছেন বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ‘২০১৯ সাল থেকে ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছি। ২০২০ সালে সফলতা দেখাতে সক্ষম হয়েছি। ২০২২ সালে পরিস্থিতির অবনতি লক্ষ্য করছি। যদিও পার্শ্ববর্তী দেশগুলোর পরিস্থিতি আমাদের চেয়ে খারাপ।’

তাজুল ইসলাম বলেন, ‘প্রতিবেশী অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা কম হলেও অস্বস্তি রয়েছে। আমরা আক্রান্তের তুলনাটা কেন দেই? কারণ আমাদের এখানে তো এডিস মশা ছিল না, ডেঙ্গু রোগ ছিল না।’

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস ছাড়াও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন