Advertisement
Doctor TV

বুধবার, ৯ জুলাই, ২০২৫


মেডিকেল বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নন প্র্যাকটিসিং করা উচিত

Main Image

অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া


দেশের স্বাস্থ্যখাতের গবেষণার মান বৃদ্ধির জন্য মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নন প্র্যাকটিসিং করা উচিত বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

তিনি বলেন, আমার একটা উদ্যোগ ছিল ইউনিভার্সিটির শিক্ষকরা যাতে গবেষণায় মনেযোগ দেন। গবেষণা যে হচ্ছে না তা নয়, তবে আরও বেশি বেশি গবেষণার কাজ করা উচিত। এজন্য গবেষণার জন্য বেশি বেশি ফান্ড সরকারের পক্ষ থেকে আসা উচিত। 

 ডক্টর টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

বিএসএমএমইউর সাবেক ভিসি ও প্রখ্যাত নিউরোসার্জন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, আমার পরিকল্পনা ছিল ইউনিভার্সিটির শিক্ষকদের নন প্র্যাকটিসিং করা। স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের ডাক্তারদের বেতন ভাতা দেন, আর শিক্ষকদের বেতন ভাতা বরাদ্দ দেয় শিক্ষামন্ত্রণালয়। আমরা দুই মন্ত্রণালয়ের মধ্যেই আলাপ আলোচনা করেছিলাম। মাঝখানে করোনা আসার কারণে এটার মধ্যে ভাটা পড়ে যায়।

তিনি আরও বলেন, এখন যে আমি চেম্বার করছি, রোগী দেখছি, এতে আর্থিক আয় হচ্ছে। প্রতিষ্ঠানও আয় করছে। রোগীরা উপকৃত হচ্ছে।  তবে সেটা যদি না করে আমি গবেষণায় সময় দিতাম তাহলে সামগ্রিকভাবে গবেষণা আরও বেড়ে যেত, জুনিয়র ডাক্তাররা (ওই গবেষণা লব্ধ জ্ঞান থেকে) আরও বেশি উপকৃত হতো।

আরও পড়ুন