Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


দিনাজপুর জেনারেল হাসপাতালে ফের আগুন, তদন্ত কমিটি গঠন

Main Image

দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের স্টোররুমে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে


দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের স্টোররুমে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তেমন কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ জানতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুর জেনারেল হাসপাতালের স্টোর রুম থেকে এ আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দিলে বড় রকমের ক্ষতি হওয়ার আশঙ্কার আগেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে ফায়ার সার্ভিস কর্মীরা।

দিনাজপুর সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস সহকারী পরিচালক মঞ্জিল আহমেদ জানান, সদর হাসপাতালের স্টোর রুমে আগুন লেগেছে এমন সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে দিনাজপুর ফায়ার সার্ভিসের একদল কর্মী আগুনের উৎপত্তিস্থলে পানির লাইন সংযুক্ত করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাসপাতালের ছাদে কে বা কারা জ্বলন্ত সিগারেটের অংশবিশেষ স্টোর রুমে ফেলে দিয়েছে। এ থেকে আগুনের সূত্রপাত।

দিনাজপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সোহেল রানা বলেন, হাসপাতালের স্টোর রুমে পরিত্যক্ত রোগীর বেডে কিছু যন্ত্রাংশ রাখা হয়েছে। সেখানে কে বা কারা জ্বলন্ত সিগারেটের অংশবিশ্বাস ফেলে দেওয়ার কারণেই এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে সাত মাস আগেও এ স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।

এ অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঐ কমিটিকে আগামী সাত কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

আরও পড়ুন