Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


পিসিওডিতে বেশি আক্রান্ত স্কুল-কলেজের মেয়েরা

Main Image

পিসিওডিতে বেশি আক্রান্ত স্কুল-কলেজের মেয়েরা


পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম (পিসিওডি) বা হরমোন জনিত রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হয় স্কুল- কলেজ পড়ুয়া মেয়েরা, এমন তথ্য জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাই পিসিওডি নিয়ন্ত্রণে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞ চিকিৎসকদের।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে বয়ঃসন্ধিকালীন রোগ ‘পিসিওডি’র উপর একটি সেমিনার আয়োজন করে প্যাডিয়েট্রিক এন্ড এ্যাডোলিসেন্স গাইনোকলজি সোসাইটি অব বাংলাদেশ।

সেমিনারে বক্তারা বলেন, যেসব মহিলার নিকটবর্তী মহিলা আত্মীয় পিসিওডি তে আক্রান্ত তাদের মধ্যে পিসিওডি পাওয়ার সম্ভাবনা ৫০ শতাংশ। পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ (পিসিওডি) হল একটি হরমোনজনিত ব্যাধি যা প্রধানত মহিলাদের প্রভাবিত করে। যার ফলে বাইরের প্রান্তে একাধিক ছোট সিস্ট সহ বর্ধিত ডিম্বাশয় সৃষ্টি হয়। অত্যধিক চুল বৃদ্ধি, স্থূলতা, ব্রণ এবং মাসিক অনিয়মিততা এর কিছু লক্ষণ।

সোসাইটির সভাপতি অধ্যাপক ডা কহিনুর বেগম বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেকই কিশোর-কিশোরী এদের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিতে হবে। যাতে এরা শারীরিক ও মানসিকভাবে বিকশিত হতে পারে।

অধ্যাপক ডা গুলশান আরা বলেন, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম (পিসিওডি) আক্রান্ত মেয়েরা মানসিক চাপে থাকেন তাই অভিভাবকদের সহযোগির আচরণ করতে হবে। যাতে তারা মানসিকভাবে স্বস্তিতে থাকতে পারে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা টি এ চৌধুরী, ওজিএসবির সাবেক সবভাপতি অধ্যাপক ডা সামিনা চৌধুরীসহ অন্যান্য সোসাইটির অন্যান্য সদস্যবৃন্দ। 

আরও পড়ুন