Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


৬ মাসে বুস্টার অ্যান্টিবডি নেমেছে অর্ধেক: গবেষণা

Main Image

করোনার টিকার বুস্টার ডোজ গ্রহণের ১ মাস পরে পাওয়া অ্যান্টিবডি ৬ মাসে নেমে গেছে অর্ধেকে


করোনার টিকার বুস্টার ডোজ গ্রহণের ৬ মাস পর মানব শরীরে অ্যান্টিবডি অর্ধেকে নেমে গেছে। তবে প্রথম ও দ্বিতীয় ডোজ গ্রহণের পর ৯৮ শতাংশ মানুষের দেহে অ্যান্টিবডি পাওয়া গেলেও বুস্টার ডোজ নেওয়ার পর অ্যান্টিবডি পাওয়া গেছে শতভাগ মানুষের দেহে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিচালিত এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। 

করোনার বুস্টার ডোজ নেওয়ার পরে শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডি পরিমাণ জানতে এই গবেষণা পরিচালনা করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। ২২৩ জন অংশগ্রহণকারীর উপর পরিচালিত গবেষণায় দেখা যায় বুস্টার ডোজ গ্রহণের এক মাস পরে পাওয়া অ্যান্টিবডি ছয় মাসে অর্ধেকে নেমে আসে বলে জানান গবেষণাদলের প্রধান অধ্যাপক ডা. সালাউদ্দিন শাহ।

তিনি বলেন, ১ম ও ২য় ডোজ করোনার টিকা গ্রহণকারী ২২৩ জনের উপর পরিচালিত এক গবেষণায় ৯৮ শতাংশের শরীরে অ্যান্টিবডি পাওয়া গেছে। তবে ৬ মাস পর অ্যান্টিবডি কমতে থাকে। তাদের মাধ্যে ৭৩ শতাংশের অ্যান্টিবডির মাত্রা হ্রাস পেয়ে ৬৭৯২ এইউ/এমএল থেকে ৩৯৬৩ এইউ/এমএল পর্যন্ত নেমে এসেছে। এ সময় ২ জনের শরীরে কোনো অ্যান্টিবডি পাওয়া যায়নি। বুস্টার ডোজগ্রহীতাদের শরীরে অ্যান্টিবডি আবারও বৃদ্ধি পেয়েছে। এতে অ্যান্টিবডির মাত্রা ২০৮৭৮ এইউ/এমএল পর্যন্ত উঠে এসেছে। তবে ৬ মাস পরে তা কমে ১০৬৭৫.৭ এইউ/এমএল পর্যন্ত নেমে এসেছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, গবেষণা ফলাফল আমাদের একটি ভালো বিষয় দেখিয়েছে। আমরা চাই সবাই টিকার আওতায় আসুক, দেশের প্রতিটি মানুষ সুস্থ থাকুক। কিন্তু টিকা নেওয়ার মতো লোক নেই। আমরা দেখছি যে, ক্যাম্পেইন ছাড়া আসলে টিকা নেওয়ার মতো লোকজন আসছে না।

আমাদের কেন্দ্রে ৫ হাজার ডোজ দেওয়ার সক্ষমতা আছে, কিন্তু এক হাজর মানুষও আসছে না।  মিডিয়াকে ভূমিকা রাখতে হবে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা বিষয়ক গাইডলাইনে দ্বিতীয় বুস্টার ডোজ বিষয়ে কোনো নির্দেশনা না থাকায় এখনি কোনো সিদ্ধান্ত নিতে পারছে না স্বাস্থ্য বিভাগ।

আরও পড়ুন