Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


২৬ জুন থেকে শুরু কলেরা টিকা কার্যক্রম

Main Image

আইসিডিডিআরবিতে আয়োজিত এক আলোচনা সভা শেষে এ কথা বলেন তিনি।


আগামী ২৬ জুন থেকে কলেরার মুখে খাওয়ার টিকা কার্যক্রম শুরু হবে। দেশে ডায়রিয়া ও কলেরার প্রকোপ মোকাবিলায় রাজধানীর ঝুঁকিপূর্ণ পাঁচ এলাকার ২৩ লাখ মানুষকে কলেরার এই টিকা দেবে সরকার। 

মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমন তথ্য দেন।

অন্তঃসত্ত্বা ব্যতীত এক বছরের বেশি সব বয়সের মানুষকে এই টিকা দেওয়া হবে বলে জানান তিনি।

তিনি বলেন, প্রথম ধাপে রাজধানীর পাঁচটি এলাকায় (যাত্রাবাড়ী, দক্ষিণখান, মিরপুর, মোহাম্মদপুর ও সবুজবাগ) এই টিকা কার্যক্রম পরিচালনা করা হবে।

দুই ডোজের এই টিকা কর্মসূচির প্রথম ডোজ দেয়া হবে। পরবর্তীতে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

শিশুদের করোনার টিকা দেয়া প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের হাতে এখনও শিশুদের টিকা আসেনি। কবে শিশুদের টিকা দেয়া হবে, সে সংক্রান্ত সিদ্ধান্ত এখনও নেয়া হয়নি।

আরও পড়ুন