Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


‘টিকা নিয়ে টিআইবির প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত’

Main Image

সরকারের ভাবমর্যাদা নষ্ট করার জন্য টিআইবি এই প্রতিবেদন দিয়েছে


টিকা নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদনকে উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সোমবার (২৫ এপ্রিল) সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, ‘সরকারের ভাবমর্যাদা নষ্ট করার জন্য টিআইবি এই প্রতিবেদন দিয়েছে।তাদের প্রতিবেদন যে গ্রহণ করিনি, সেটাই বললাম। আমরা অবশ্যই এটা প্রত্যাখ্যান করি। একটা সংস্থা তাদের মতামত প্রকাশ করতে পারে। যেহেতু এটি গণতান্ত্রিক রাষ্ট্র।’

জাহিদ মালেক বলেন, ‘ইতিমধ্যে ১৩ কোটি প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ ১১ কোটি ৬০ লাখ এবং বুস্টার ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ১৩ লাখ মানুষকে।’

তিনি বলেন, ‘ভারত থেকে যে দামে টিকা কেনা হয়েছিল, অন্যান্য দেশ থেকেও কাছাকাছি দামে টিকা কেনা হয়েছে। বিশ্বের মধ্যে বাংলাদেশ সবচেয়ে কম দামে তার নাগরিকদের টিকা দিয়েছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সরকারের টিকা কেনা এবং আনা-নেওয়ার জন্য ২০ হাজার কোটি টাকা খরচ হয়েছে। আর বাকি টিকার দাম ২০ হাজার কোটি টাকার মতো, যেগুলো সরকার বিনামূল্যে পেয়েছে বিভিন্ন দেশ থেকে। তাই টিকা বাবদ খরচ নিয়ে টিআইবির তথ্য সঠিক নয়।’

তিনি বলেন, ‘টিআইবি করোনার দুই বছরের ওপর জরিপ করেনি। তারা জরিপ করেছে শেষ আট মাসের। বাংলাদেশে এমন কোনো হাসপাতাল নেই যেখানে অক্সিজেন নেই। অক্সিজেন না পেয়ে মানুষ মারা গেছে, টিআইবির এই তথ্য সঠিক নয়।’

জাহিদ মালেক বলেন, ‘টিআইবি জরিপ করেছে ১০৫টি টিকা কেন্দ্রকে ভিত্তি করে। যেখানে টিকা কেন্দ্র ছিল ১ লাখের বেশি। ১ হাজার ৮০০ লোকের মধ্যে জরিপ হয়েছে। যেখানে ১২ কোটির ওপরে মানুষকে টিকা দেওয়া হয়েছে। তাদের জরিপের আওতা এত ছোট যেটি সঠিক তথ্য উপস্থাপন করে না।’

এ সময় তিনি বলেন, ‘দেশে করোনার চতুর্থ ঢেউ যে আর আসবে না সেটি হলফ করে বলা যাচ্ছে না। তাই সবাইকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানতে হবে।’ ভারতে আবার করোনা সংক্রমণ বেড়েছে, তাই সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

আরও পড়ুন