Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


জেলা পর্যায়ে হচ্ছে ডায়ালাইসিস ইউনিট

Main Image

জাতীয় ইন্সটিটিউট অব কিডনি ডিজিজ ইউরোলোজি হাসপাতালে বিশ্ব কিডনি দিবস উপলক্ষে এক সভায়


দেশে জেলা পর্যয়ে কিডনি রোগের চিকিৎসায় ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম।

এছাড়া দেশের আট বিভাগে কিডনি হাসপাতাল স্থাপন করা হবে বলেও জানান।

বৃহস্পতিবার (১০ মার্চ) রাজধানীর জাতীয় ইনস্টিটিউট অব কিডনি ডিজিজ ইউরোলজিতে (নিকডো) বিশ্ব কিডনি দিবস উপলক্ষে এক সভায় তিনি এসব কথা বলেন।

অধিদপ্তরের মহাপরিচালক বলেন, কিডনি সার্জারির ক্ষেত্রে সফল উদাহরণ হিসেবে দাড়াতে হবে। শুধু দেশ নয় দেশের বাইরে থেকে যেন রোগী সেবা নিতে আসে বাংলাদেশে।

এতে জাতীয় ইনস্টিটিউট অব কিডনি ডিজিজ ইউরোলজির (নিকডো) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান সভাপতির বক্তব্যে বলেন, আমাদের এখানে কিডনি ট্রান্সপ্লান্ট চালু হয়েছে। এটা এখন চলতে থাকবে। তিনজন রোগী ট্রান্সপ্লান্ট করার অপেক্ষায় আছে। তাদের ১৭ মার্চ ট্রান্সপ্লান্ট করা হবে।

তিনি আরও বলেন, নিকডোর পাঁচশত বেডে রুপান্তরিত হবে। এশিয়ায় যেসব সার্জারি হয় এখানে তার সবগুলোই হয়। শুধু রোবটিক সার্জারি হয় না। আমরা চাই স্বাস্থ্য অধিদপ্তর দ্রুত আমাদের এই সুযোগটিও তৈরি করে দিবে।

ডা. মিজানুর রহমান বরেন, নিকডোতে দশ টাকার টিকিটেই ল্যাপ্রোসকোপিক সার্জারি করা হয়। ডোনারের অভাবে কিডনি ট্রান্সপ্লান্ট হয় না। একজন সুস্থ মানুষ একটি কিডনি দিতে পারে, এতে কোনো সমস্যা হয় না।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্বাস্থ্য নিক্ষা বিভাগের সচিব সাইফুল হাসান বাদল।

আরও পড়ুন