Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


বিএসএমএমইউতে লিভার ক্যান্সারের সর্বাধুনিক চিকিৎসা চালু

Main Image

বিএসএমএমইউতে লিভার ক্যান্সারের সর্বাধুনিক চিকিৎসা চালু


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) লিভার ক্যান্সারের সর্বাধুনিক (ট্রান্সআর্টারিয়াল কেমোএম্বোলাইজেশন) চিকিৎসা চালু হয়েছে। সংক্ষেপে এ চিকিৎসাকে টেইস বলে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

টেইস পদ্ধতিতে ক্যাথল্যাবে লিভারের টিউমারে সরাসরি কেমোথেরাপী ইনজেকশন প্রয়োগ করে তারপর টিউমারের রক্ত সরবরাহ বন্ধ করে দেয়া হয়। ফলে টিউমারগুলো ক্রমেই ছোট হয়ে আসে। সাধারণত লিভারে অনেক টিউমার আছে এমন সব রোগীদের জন্য টেইস খুবই কার্যকর চিকিৎসা পদ্ধতি হিসেবে স্বীকৃত।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বিভাগটির কর্মকান্ডের প্রশংসা করেন এবং সকল কার্যক্রমে তার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

পাশাপাশি এ বিশ্ববিদ্যালয়ে আর্ন্তজাতিক মানের গবেষণা কার্যক্রম পরিচালনা, বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের সাথে কোলাবরেশন গড়ে তোলা এবং বিশ্ববিদ্যালয়ে একের পর এক আধুনিক ইন্টারভেনশন চালু করার মাধ্যমে বিএসএমএমইউকে আর্ন্তজাতিক মানের একটি চিকিৎসাসেবা, গবেষণা ও সেবা প্রতিষ্ঠানে উন্নীত করতে নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে শহীদ বুদ্ধিজীবী দিবসে একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আব্দুর রহিমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হয়।

এতে সভাপতিত্ব করেন হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আইয়ুব আল মামুন।

অনুষ্ঠানে অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) বাংলাদেশে লিভার ক্যান্সারের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরেন এবং টেইস সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।

পাশাপাশি তিনি বিভিাগটিতে সামনে আরও নতুন নতুন ইন্টারভেনশন এবং লিভার বিষেশজ্ঞদের জন্য বিশেষায়িত ট্রেনিং প্রোগ্রাম চালু করার পরিকল্পনা সম্পর্কেও আলোকপাত করেন।

আরও পড়ুন