Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


ঘুম শিশুর জন্য পুষ্টির মতোই গুরুত্বপূর্ণ

Main Image

শিশুর জন্য ঘুম পুষ্টির মতোই গুরুত্বপূর্ণ


শিশুর বিকাশে পুষ্টি যতটা গুরুত্বপূর্ণ ঘুমও ততটাই গুরুত্বপূর্ণ। শিশুদের ঘুমের ঘাটতি হলে তাদের মনোযোগ কমে যায়। ছোটবেলায় এই ঘুমের ঘাটতি প্রাপ্তবয়স্ক হলে বিরূপ শারীরিক প্রভাব পড়ে।

ঘুমের সমস্যাকে অনেকে অসুস্থতা বলে মনে করেন না। এ ব্যাপারে মানুষকে সচেতন করা জরুরি হয়ে পড়েছে।

সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ঘুম নিয়ে আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসকেরা এসব কথা বলেন। দু’দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে অ্যাসোসিয়েশন অব সার্জনস ফর স্লিপ অ্যাপনিয়া, বাংলাদেশ (এএসএসএবি)।

অনুষ্ঠানের প্রধান অতিথি ও শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ঘুমের সমস্যায় অনেক মানুষ ভোগেন। কিন্তু অনেকে এটা জানেন না যে এটি একধরনের অসুস্থতা। এর জন্য চিকিৎসা দরকার। এ জন্য মানুষকে ঘুমের ব্যাপারে সচেতন করা দরকার।

অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং নাক কান গলা বিশেষজ্ঞ অধ্যাপক প্রাণ গোপাল দত্ত বলেন, আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে ঘুম ও পুষ্টি শিশুর জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। কোন বয়সে কত সময় ঘুমানোর প্রয়োজন, তা নিয়ে যুক্তরাষ্ট্রে গবেষণা হয়েছে। বাংলাদেশেও গবেষণা হওয়ার দরকার।

গতকাল রোববার প্রথম দিন ঘুমের চিকিৎসা, বিশেষ করে শল্যচিকিৎসা নিয়ে বেশি আলোচনা হয়। আজ ছিল সম্মেলনের শেষ দিন। সম্মেলনে নাক কান গলা বিশেষজ্ঞ ছাড়াও হৃদরোগ বিশেষজ্ঞরা যোগ দিয়েছেন। অনলাইনে ভারত ও সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকেরাও বক্তব্য উপস্থাপন করেন।

আরও পড়ুন