Ad
Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬


বিসিএসে চিকিৎসকদের বয়সসীমা দুই বছর বৃদ্ধি করে প্রজ্ঞাপনের দাবি বিএমসির

Main Image


অবিলম্বে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চিকিৎসকদের বয়সসীমা দুই বছর বৃদ্ধি করে প্রজ্ঞাপন দেয়ার দাবি জানিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল কমিউনিটি। মঙ্গলবার (৩ জুন) এক বিজ্ঞপ্তিতে এই দাবি জানিয়েছে সংগঠনটি। দাবি আদায়ে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি দিতে চিকিৎসকসমাজ বাধ্য থাকবে বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ মেডিকেল কমিউনিটি (বিএমসি) অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছে, চিকিৎসকদের দীর্ঘদিনের দাবি অন্যান্য ক্যাডার এর ন্যায় দুই বছর বৃদ্ধির বিষয়ে বারবার আশ্বাস দিয়েও এই যৌক্তিক দাবি না মেনে বিসিএস এর প্রজ্ঞাপন দেওয়া হয়েছে।

 

আমাদের চারদফা দাবির মধ্যে ডেন্টাল সার্জন নিয়োগ এর দাবি মেনে নেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।

 

একই সাথে আমাদের মূল দাবি বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চিকিৎসকদের বয়সসীমা দুই বছর বৃদ্ধি করে নতুন করে প্রজ্ঞাপন দেওয়ার জন্য আহ্বান জানানো যাচ্ছে। অন্যথায় কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি দিতে চিকিৎসকসমাজ বাধ্য থাকবে।’’

আরও পড়ুন