Advertisement
Doctor TV

রবিবার, ২২ জুন, ২০২৫


ওসমানী মেডিকেলের আউটসোর্সিং কর্মচারীদের এনডিএফ সিলেটের ঈদ উপহার

Main Image


ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) সিলেট এর উদ্যোগে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার (৪ জুন) এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টর ফোরাম সিলেট এর উপদেষ্টা ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেটি ইউনিটের ভাইস চেয়ারম্যন ও সিলেট এক আসনের সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা হাবিবুর রহমান।
 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এম এ উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ডিরেক্টর বিগ্রেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির, ভাইস প্রিন্সিপাল ডা. সালেহ আহমদ শাহীন, ন্যাশনাল ডক্টরস ফোরাম কেন্দ্রীয় সহ সভাপতি ডা. আবুল হাশেম চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. জাহিদ হোসেন। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ডিপার্টমেন্টের চিকিৎসকৃবৃন্দ ও হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে প্রায় ৩০০ জনকে ঈদ উপহার প্রদান করা হয়।

আরও পড়ুন