Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


আফ্রিকার ৭ দেশফেরতদের কোয়ারেন্টাইন নিজ খরচে

Main Image

আগামী শনিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে এ নিয়ম কার্যকর হবে


করোনার নতুন ধরন ওমিক্রনের বিস্তার ঠেকাতে আফ্রিকার ৭ দেশের যাত্রীদের ক্ষেত্রে কোয়ারেন্টাইনের কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বৃহস্পতিবার (২ ডিসেম্বর) এক আদেশে জানিয়েছে, ওই ৭ দেশ থেকে বাংলাদেশে আসা যাত্রীদের নিজ খরচে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

আগামী শনিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে এ নিয়ম কার্যকর হবে বলে বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন বিভাগের ওই আদেশে জানানো হয়েছে।

আফ্রিকার এই সাত দেশ হলো- বতসোয়ানা, লেসোথো, ইসোয়াতিনি, ঘানা, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে।

এসব দেশ থেকে সরাসরি বাংলাদেশে এলে অথবা গত ১৪ দিনের মধ্যে এসব দেশের কোনোটিতে ভ্রমণ করে থাকলে দেশে আসার পর ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ওই নিয়ম প্রযোজ্য হবে।

কোয়ারেন্টাইনের ওই দুই সপ্তাহ সরকার নির্ধারিত কিছু হোটেলে নিজ খরচে থাকতে হবে তাদের। সেজন্য বাংলাদেশের পথে রওনা হওয়ার আগেই হোটেল বুকিং দিতে হবে।

সেই সঙ্গে যাত্রা শুরুর আগের ৪৮ ঘণ্টার মধ্যে করোনা শনাক্তের আরটিপিসিআর পরীক্ষা করিয়ে করোনামুক্ত সনদ নিয়ে আসতে হবে। তবে ১২ বছরের কম বয়সীদের ক্ষেত্রে এ বাধ্যবাধকতা থাকবে না।

বাংলাদেশে আসার পর হোটেলে থাকা অবস্থায় সপ্তম ও ১৪তম দিনে আরটিপিসিআর পরীক্ষা করাতে হবে। সংক্রমণ ধরা পড়লে তাকে হাসপাতালে আইসোলেশনে রাখা হবে।

গত বছর দেশে করোনার প্রাদুর্ভাবের আগে বিদেশ থেকে ফিরলে কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছিল। তবে কোয়ারেন্টাইন থেকে পালানোর বেশ কয়েকটি ঘটনা ঘটেছিল। এবার পালালে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেছেন, ‘যাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হবে, তাদের পাসপোর্ট রেখে দেওয়া হবে। কোনো হোটেল থেকে পালিয়ে গেলে ওই হোটেলকেও জরিমানা করা হবে।’

আরও পড়ুন