Advertisement
Doctor TV

সোমবার, ২১ এপ্রিল, ২০২৫


বাংলাদেশ থেকে ৫৯৮ নার্স নেবে কুয়েত

Main Image

১২৩ জন বিএসসি ও ৪৭৫ জন ডিপ্লোমা নার্স নিয়োগ দেওয়া হবে


প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটিডের (বোয়েসেল) মাধ্যমে জরুরি ভিত্তিতে ৫৯৮ নার্স নিয়োগ দেবে কুয়েত। গত ২২ নভেম্বর বোয়েসেল কর্তৃপক্ষের এক নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জনানো হয়েছে।

এতে বলা হয়, কুয়েতের বিভিন্ন প্রতিষ্ঠানের অধীনে বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারী নার্স পদে নিয়োগের জন্য আগ্রহীদের প্রাক-যাচাইয়ের মাধ্যমে একটি ডাটাবেইজ প্রস্তুত করা হচ্ছে। আগ্রহীদের তাদের তথ্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিংকে লিপিবদ্ধ করার জন্য অনুরোধ করা হলো। এর মধ্যে ১২৩ জন বিএসসি ও ৪৭৫ জন ডিপ্লোমা নার্স নিয়োগ দেওয়া হবে।

প্রার্থীদের দেওয়া তথ্যের ভিত্তিতে সম্ভাব্য তালিকার পর নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বোয়েসেলের নির্বাচক কমিটির সুপারিশে নিয়োগের জন্য চূড়ান্ত করা হবে

পদের সংখ্যা

ব্যাচেলর (বিএসসি) ডিগ্রিধারী: পুরুষ ৪৩ ও নারী ৮০ জন

ডিপ্লোমা ডিগ্রিধারী

পুরুষ ১৬৫ ও নারী ৩১০ জন

শিক্ষাগত যোগ্যতা

বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং

বেতন

বিএসসি নার্স: ৩২০ কুয়েতি দিনার বা ৮৯ হাজার ৫০০ টাকা

ডিপ্লোমা নার্স: ২৮০ কুয়েতি দিনার বা ৭৮ হাজার টাকা

শর্তাবলী

১. প্রার্থীকে অবশ্যই সরকার ব্যক্ত কোনো মেডিকেল কলেজ, ইনিস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে চার বছর মেয়াদি ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা অথবা ৩ বছর মেয়াদি ডিপ্লোমাধারী হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

২. প্রার্থীর বয়স ২৩-৪০ বছরের মধ্যে হতে হবে।

৩. ইংরেজিতে কথা বলা এবং লেখায় পারদর্শী হতে হবে।

8. দৈনিক ৮ ঘণ্টা করে সপ্তাহে ৬ দিন কাজ করতে হবে।

সুযোগ-সুবিধা

১. শিক্ষানবিশকাল ৩ মাস।

২. চাকরির মেয়াদ ৩ বছর।

৩. ভিসা নবায়ন খরচ এবং কুয়েত যাওয়া এবং চুক্তি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া কোম্পানি বহন করবে।

৪. বাৎসরিক ছুটি ৩০ দিনের।

৫. প্রয়োজনীয় আসবাপত্রসহ বাসস্থান, খাবার এবং কর্মস্থলে যাতায়াতের পরিবহন ব্যবস্থা কোম্পানি বহন করবে।

সম্ভাব্য খরচ

নির্বাচিত প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ এবং বিধি মোতাবেক অন্যান্য সরকারি ফি বাবদ সর্বমোট ৫২ হাজার ২৫০ টাকা প্রদান করতে হবে। আগ্রহী প্রার্থীদের আবেদন করতে kuwaitcxtboeslEtorial.com এবং বিস্তারিত তথ্যের জন্য বোয়েসেলের ওয়েবসাইট www.boesl.gov.bd-এ ভিজিট করতে বলা হয়েছে।

আরও পড়ুন