Advertisement
Doctor TV

শুক্রবার, ২ মে, ২০২৫


করোনার ওষুধ মলনুপিরাভির কী, কীভাবে কাজ করে?

Main Image

মার্কিন কোম্পানি মার্ক উৎপাদিত ওষুধটি বাংলাদেশে বাজারজাত করছে প্রায় ১০টি কোম্পানি।


দেশের বাজারে এসেছে করোনাভাইরাসের (কোভিড-১৯) চিকিৎসায় মুখে খাওয়ার প্রথম ওষুধ ‘মলনুপিরাভির’।

মার্কিন কোম্পানি মার্ক উৎপাদিত ওষুধটি বাংলাদেশে বাজারজাত করছে প্রায় ১০টি কোম্পানি।

মলনুপিরাভির কী?

মলনুপিরাভির একটি ট্যাবলেট বা বড়ি। করোনাভাইরাসের চিকিৎসায় এই ওষুধটি দিনে দুইবার ঝুঁকিপূর্ণ রোগীদেরকে দেওয়া হয়। মূলত এই ওষুধটি ফ্লুয়ের চিকিৎসার জন্য তৈরি করা হয়েছিল।

ক্লিনিক্যাল ট্রায়াল অনুযায়ী, এই ওষুধটি রোগীদের হাসপাতালে ভর্তি ও মৃত্যুঝুঁকি অর্ধেক কমিয়ে দেয়।

করোনাভাইরাসের চিকিৎসায় এটাই প্রথম ওষুধ, যেটি শিরায় প্রয়োগ নয় বরং মুখে সেবন করা হবে।

যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মার্ক, শার্প অ্যান্ড ডোম (এমএসডি) এবং রিজব্যাক বায়োথেরাপিউটিকস-এর তৈরি করোনাভাইরাসের চিকিৎসায় এটিই মুখে খাওয়ার প্রথম ওষুধ।

রোগীর মধ্যে কোভিডের উপসর্গ দেখা দেওয়ার পাঁচ দিনের মধ্যে ওষুধটি দেওয়া গেলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেন, ‘বাংলাদেশে পিলটি পাঁচ দিনের ডোজ। সকাল ও রাতে চারটি করে পাঁচ দিনে মোট ৪০টি ট্যাবলেট খেতে হবে।’

বিশ্বের বিভিন্ন দেশের মতো পরীক্ষা-নিরীক্ষায় আমাদের দেশেও ফলাফল ভালো এসেছে বলে জানান তিনি।

কীভাবে কাজ করে মলনুপিরাভির?

নতুন এই চিকিৎসায় ভাইরাসের একটি নির্দিষ্ট এনজাইমকে লক্ষ্য করে কাজ করে। ওই এনজাইমটি ব্যবহার করে ভাইরাসটি নিজের মতো আরও ভাইরাস তৈরি করে সংখ্যা বৃদ্ধি করে।

এই ওষধটি ভাইরাসটির জেনেটিক কোডে একটি ত্রুটি তৈরি করবে যা ভাইরাসটিকে বিভাজিত হতে বাধা দেয়। এতে দেহে ভাইরাসের পরিমাণ কমে যায় এবং এর কারণেই রোগের তীব্রতাও কমে যায়।

মার্ক বলছে, এই চিকিৎসা পদ্ধতিটি ভাইরাসটির নতুন ভ্যারিয়েন্টের ওপরও সমানভাবে কার্যকর হওয়ার কথা।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক জানান, মলনুপিরাভির ওষুধটি কোভিডের চিকিৎসায় রোগীদের হাসপাতালে ভর্তি এবং মৃত্যুহার অর্ধেক কমিয়ে আনতে পারে।

তিনি আরও বলেন, মলনুপিরাভির কখনোই করোনা টিকার বিকল্প নয়। চিকিৎসকের পরামর্শে এ ওষুধ করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহারের জন্য তৈরি করা। আর করোনা প্রতিরোধে অবশ্যই টিকা নিতে হবে।

আরও পড়ুন