Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


কার জন্য করোনার পিল, কে খেতে পারবেন না

Main Image

কোনোভাবেই ১৮ বছরের নিচে কাউকে এটি দেওয়া যাবে না


করোনার মুখে খাওয়ার ওষুধের (মলনুপিরাভির) জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। সোমবার (৮ নভেম্বর) বেক্সিমকো ও এসকেএফ ফার্মাসিউটিক্যালসকে এ অনুমোদন দেওয়া হয়।

করোনা চিকিৎসায় যৌথভাবে মলনুপিরাভির তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি মার্ক ও রিজব্যাক বায়োথেরাপিউটিক। ওষুধটির ওপর পরীক্ষা হয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানিসহ ১৭টি দেশে। সফলতার পরই ওষুধটি গত ৪ নভেম্বর প্রথম দেশ হিসেবে ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাজ্য।

বাংলাদেশে অনুমোদন পাওয়ার পর ‘ইমোরিভির’ নামে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস মলনুপিরাভির বাজারে এনেছে। এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি বলেছে, ওষুধটি করোনার বংশবিস্তার অকার্যকর করতে সক্ষম। পাশাপাশি, করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু ও হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি ৫০ শতাংশ পর্যন্ত কমাতে সক্ষম।

পিলের বিষয়ে বেক্সিমকোর কর্মকর্তারা বলছেন, মলনুপিরাভির মানবদেহের প্রবেশকারী করোনার জেনেটিক কোডে সমস্যা সৃষ্টি করে ভাইরাসটির বংশবৃদ্ধি প্রায় স্থবির করে দেয়। ফলে কমতে থাকে করোনা রোগীর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর ঝুঁকি।

বাজারে বর্তমানে করোনা রোগীদের চিকিৎসায় যেসব ওষুধ ব্যবহার হচ্ছে, সেগুলোর মূল কাজ রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করা। এগুলো ভাইরাসকে অকার্যকর করতে পারে না। কিন্তু মলনুপিরাভিরই প্রথম ও এখন পর্যন্ত একমাত্র ওষুধ, যেটি রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করার পাশাপাশি ভাইরাসের প্রজনন ক্ষমতা অকার্যকর করতে সক্ষম।

এ পর্যন্ত তিনটি মেডিকেল ট্রায়াল পার করেছে মলনুপিরাভির। প্রতিটি ট্রায়ালেই রোগীদের শারীরিক অবস্থার লক্ষ্যণীয় উন্নতি দেখা গেছে।

পিলের ব্যবহার বিষয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান জানান, মলনুপিরাভির কখনোই করোনা টিকার বিকল্প নয়। চিকিৎসকের পরামর্শে এ ওষুধ করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহারের জন্য তৈরি করা। আর করোনা প্রতিরোধে অবশ্যই টিকা নিতে হবে।

তিনি বলেন, ‘বাংলাদেশে পিলটি পাঁচ দিনের ডোজ। সকাল ও রাতে চারটি করে পাঁচ দিনে মোট ৪০টি ট্যাবলেট খেতে হবে। বিশ্বের বিভিন্ন দেশের মতো পরীক্ষা-নিরীক্ষায় আমাদের দেশেও ফলাফল ভালো এসেছে। এটি মৃত্যু ও হাসপাতালে ভর্তি অর্ধেক কমাতে সক্ষম। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে ওষুধটি ব্যবহার করতে হবে। তবে কোনোভাবেই ১৮ বছরের নিচে কাউকে এটি দেওয়া যাবে না।’

আরও পড়ুন