Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


করোনা টিকার বিকল্প নয় পিল

Main Image

তবে এটি কোনোভাবেই টিকার বিকল্প নয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধটি খেতে হবে...


দেশে প্রথম করোনায় অ্যান্টিভাইরাল ওরাল পিল বা মুখে খাওয়ার ওষুধ ‘মলনুপিরাভির’ অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। ওষুধ টিকার বিকল্প নয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান।

মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দেশে মলনুপিরাভিরের জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। তবে এটি কোনোভাবেই টিকার বিকল্প নয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধটি খেতে হবে। আর করোনা প্রতিরোধে অবশ্যই টিকা নিতে হবে।’

মাহবুবুর রহমান বলেন, ‘আমাদের কাছে এখন পর্যন্ত ১০টি প্রতিষ্ঠান মলনুপিরাভিরের জরুরি ব্যবহারের অনুমোদন চেয়ে আবেদন করেছে। বেক্সিমকো ও এসকেএফ ফার্মাসিউটিক্যালসকে অনুমোদন দেওয়া হয়েছে। স্কয়ার, জেনারেল, বিকন, রেনেটা, ইনসেপ্টা, একমি, হেলথ কেয়ারও পপুলার ফার্মাসিউটিক্যালসের অনুমোদনের বিষয়টি বিবেচনাধীন রয়েছে।’

তিনি বলেন, ‘মুখে খাওয়ার এ ওষুধ পাঁচ দিনের ডোজ। সকালে চারটা ট্যাবলেট আর রাতে চারটা ট্যাবলেট; পাঁচ দিনে মোট ৪০ ট্যাবলেট খেতে হবে।’

তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে বেক্সিমকো ওষুধটি বাজারে এনেছে। এটি ব্যবহার করতে পারলে করোনা নিয়ন্ত্রণ করা সহজ হবে বলে আমরা মনে করছি। বিশ্বের বিভিন্ন দেশের মতো পরীক্ষা-নিরীক্ষায় আমাদের দেশেও ফলাফল ভালো এসেছে। এটি মৃত্যু ও হাসপাতালে ভর্তি অর্ধেক কমাতে সক্ষম। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে এ ওষুধ ব্যবহার করতে হবে, কোনোভাবেই ১৮ বছরের নিচে কারও এটি দেওয়া যাবে না।’

সোমবার (৮ নভেম্বর) দেশে মলনুপিরাভির অ্যান্টিভাইরাল ট্যাবলেটের জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর। প্রস্তুতকারী প্রতিষ্ঠানের দাবি, এ ওষুধ করোনাভাইরাসের বংশবিস্তার অকার্যকর করতে সক্ষম। পাশাপাশি, করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু ও হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি ৫০ শতাংশ পর্যন্ত কমানোর সক্ষমতা রয়েছে।

আরও পড়ুন