করোনাভাইরাসের সংক্রমণ রোধে ৬০ বছরের বেশি বয়সীদের চীনের সিনোফার্ম ও সিনোভ্যাকের তৃতীয় ডোজ টিকা দিতে সুপারিশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ৬০ বছরের বেশি বয়সীদের চীনের সিনোফার্ম ও সিনোভ্যাকের তৃতীয় ডোজ টিকা দিতে সুপারিশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
সোমবার ডব্লিউএইচও’র টিকা বিষয়ক উপদেষ্টারা এই সুপারিশ করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ডব্লিউএইচও’র টিকাদান বিষয়ে বিশেষজ্ঞদের নীতিনির্ধারণী দল স্ট্র্যাটেজিক অ্যাডভাইজারি গ্রুপ অব এক্সপার্টস অন ইমিউনাইজেশন (এসএজিই) জানায়, ৬০ বছরের বেশি বয়সী যারা সিনোফার্ম ও সিনোভ্যাকের টিকা নিয়েছেন, তাদের তৃতীয় ডোজ টিকা নেওয়া উচিত।
যাদের রোগ প্রতিরোধক্ষমতা কম, তাদেরও বুস্টার ডোজ দেওয়ার পরামর্শ দিয়েছে এসএজিই।
তারা আরও বলছে, বিভিন্ন দেশে প্রথম দুই ডোজ টিকা দেওয়ার ওপর বেশি গুরুত্ব দিতে হবে। এরপর বয়স্কদের তৃতীয় ডোজ টিকা দেওয়ার কথা ভাবতে হবে।
বড় পরিসরে জনগণের সবাইকে বুস্টার ডোজ দেওয়ার সুপারিশ করছে না ডব্লিউএইচও। যাদের বয়স ৬০ বছরের বেশি এবং রোগ প্রতিরোধক্ষমতা কম, শুধু তাদের এই বুস্টার ডোজ টিকার সুপারিশ করা হয়েছে।
আরও পড়ুন