Ad
Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬


গাজায় ৭০০ হাসপাতাল ধ্বংস করেছে ইসরায়েল: এরদোয়ান

Main Image


তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, ইসরায়েল এখন তাদের একটি হাসপাতাল ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করছে, অথচ তারাই ফিলিস্তিনের গাজায় ৭০০টির বেশি হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে হামলা চালিয়েছে। ইসরায়েলের উদ্দেশ্যে তিনি প্রশ্ন ছুড়েন, গাজায় ৭০০ হাসপাতাল ধ্বংস করেছো, ভুলে গেছো?

 

শুক্রবার (২০ জুন) ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) যুব ফোরামে দেওয়া এক বক্তৃতায় এরদোয়ান এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘একটি হাসপাতাল আক্রান্ত হলে তারা কান্নাকাটি করে, অথচ গাজায় শত শত হাসপাতাল, ক্লিনিক ধ্বংস করে দিয়েছে তারা। এই দ্বিচারিতা সহ্য করা যায় না।’

 

এরদোয়ান আবারও অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান এবং বলেন, ‘গাজায় গণহত্যা ও ইরান-ইসরায়েল সংঘাত দ্রুত এমন এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছাচ্ছে, যেখান থেকে আর ফেরার পথ থাকবে না। এই উন্মাদনা যত দ্রুত সম্ভব বন্ধ করতে হবে।’

আরও পড়ুন