Ad
Advertisement
Doctor TV

বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫


ইসরায়েল তেহরানের আরও একটি হাসপাতালে হামলা করেছে: ইরান

Main Image


ইরানের তেহরানে আবারও একটি হাসপাতালের ওপর হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ প্রধান দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ-কে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলেন। তিনি জানান, ইরানে তৃতীয়বারের মতো কোনো হাসপাতাল ইসরায়েলি হামলায় আক্রান্ত হলো।

 

ছয়টি অ্যাম্বুলেন্স ও একটি সমন্বিত স্বাস্থ্যসেবা কেন্দ্র জায়নবাদী ইসরায়েলি দখলদারদের নির্মম হামলার শিকার হয়েছে বলে জানিয়েছেন তিনি।

 

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ প্রধান আরও বলেন, গত সাত দিনের কাপুরুষোচিত আগ্রাসনের মধ্যে ছয়টির বেশি আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে ইসরায়েল।

 

এর আগে ১৯ জুন ইসরায়েলের সোরোকা হাসপাতালে হামলা চালায় ইরান। যদিও সেই হামলা ‘অনিচ্ছাকৃত’ বলে দাবি করে ইরান।

আরও পড়ুন