Ad
Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫


ইসরায়েলের হামলায় আহত ২,০০০ ইরানি সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন

Main Image


ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি ইসরায়েলি হামলায় আহত হওয়া ২,০০০ জনকে সফলভাবে চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

 

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত শুক্রবার হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ২,৮০০ জন আহত ব্যক্তি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান চাপ থাকা সত্ত্বেও দেশের স্বাস্থ্য ও চিকিৎসা পরিকাঠামোয় এখনো কোনো ধরনের সংকট দেখা দেয়নি।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, হামলার ফলে ছয়টি অ্যাম্বুলেন্স সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এবং ১৪ জন স্বাস্থ্যকর্মী আহত হয়েছেন। সেই সঙ্গে দায়িত্ব পালনকালে দুইজন চিকিৎসা কর্মী শহীদ হয়েছেন।

 

এছাড়া, শুক্রবার সকালে একটি ইরানি হাসপাতাল ইসরায়েলি রকেট হামলায় আঘাতপ্রাপ্ত হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন