Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


এখনই ডব্লিউএইচ’র ছাড়পত্র পাচ্ছে না ভারতের কোভ্যাক্সিন

Main Image

মানবদেহে কোভ্যাক্সিন পরীক্ষার ফল সংক্রান্ত কয়েকটি প্রশ্নের উত্তর এখন ডব্লিউএইচও পায়নি।


ভারতের নিজস্ব তৈরি প্রথম করোনা টিকা কোভ্যাক্সিনকে ছাড়পত্র দেওয়ার সময়সীমা ফের পিছিয়ে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আনন্দবাজার বলছে, কিছু ‘টেকনিক্যাল’ কারণে এই বিলম্ব বলে ডব্লিউএইচও’র পক্ষ থেকে জানানো হয়েছে।

বৈশ্বিক সংস্থারটির একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, মানবদেহে কোভ্যাক্সিন পরীক্ষার ফল সংক্রান্ত কয়েকটি প্রশ্নের উত্তর এখন ডব্লিউএইচও পায়নি।

এই সিদ্ধান্তের ফলে বিদেশে যেতে চাওয়া ভারতীয়দের অনেকেই বিড়ম্বনায় পড়তে পারেন যা, যারা কোভ্যাক্সিনের দু’টি টিকা নিয়েছেন।

কোভ্যাক্সিন টিকার নির্মাতা সংস্থা হায়দরাবাদের ভারত বায়োটেক লিমিটেডের দেওয়া মানবদেহে পরীক্ষার (হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়াল) তৃতীয় পর্যায়ের তথ্য ইতোমধ্যেই বিশ্লেষণ করেছেন ডব্লিউএইচও’র বিশেষজ্ঞেরা।

ভারত বায়োটেকের দাবি, করোনা প্রতিরোধে ৭৭.৮ শতাংশ কার্যকরী কোভ্যাক্সিন।

সেপ্টেম্বরের মধ্যেই জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ডব্লিউএইচও’র অনুমোদন পেতে পারে কোভ্যাক্সিন এমনটাই আশা করেছিল ভারত।

আরও পড়ুন