Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


গণটিকা আবার শুরু হচ্ছে ২৮ সেপ্টেম্বর

Main Image

প্রথম দুই ঘণ্টায় অগ্রাধিকার পাবেন ৪০ ঊর্ধ্ব নারী ও শারীরিক প্রতিবন্ধীরা


করোনার সংক্রমণ প্রতিরোধে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ফের গণটিকা কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রবিবার (২৬ সেপ্টেম্বর) ভার্চুয়াল ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। তার জন্মদিনেই গণটিকার এ কার্যক্রম শুরু করা হবে।’

গত ৭ আগস্ট থেকে দেশে প্রথম গণটিকা কর্মসূচি শুরু হয়। এরপর টিকা স্বল্পতায় এ কার্যক্রম বন্ধ হয়ে যায়। গণটিকা কর্মসূচির আওতায় যারা প্রথম ডোজ নেন, তাদের দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয় ৭ সেপ্টেম্বর।

এবার দিনে ৮০ লাখ মানুষকে টিকাদানের লক্ষ্যের কথা জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘এবার ২৫ ঊর্ধ্ব সবাইকে টিকা দেয়া হবে। তবে গণটিকা কর্মসূচির আওতায় গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের টিকা দেয়া হবে না।’

তিনি বলেন, ‘সকাল ৯টা থেকে টিকাদান কার্যক্রম শুরু হবে। দিনের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া পর্যন্ত প্রয়োজনে দুই শিফটে টিকা দেয়া হবে। নিবন্ধন কার্ড ছাড়াও এনআইডি সাথে আনলে টিকা দেয়া হবে। এ মাসে প্রথম ডোজ এবং আগামী মাসে দ্বিতীয় ডোজ দেয়া হবে।’

মন্ত্রী জানান, সারা দেশে ৪ হাজার ৬০০ ইউনিয়ন, ১ হাজার ৫৪ পৌরসভা ও সিটি করপেপারেশনের ৪৪৩ ওয়ার্ডে গণটিকা কার্যক্রম শুরু করা হবে। ৪৮ হাজার ৪৫৯ স্বেচ্ছাসেবক, ৩২ হাজার ৭০৬ টিকাদানকর্মীসহ মোট ৮০ হাজার জনবল এবার টিকাদানে নিয়োজিত থাকবে। ইউনিয়ন ও সিটি করপোরেশনে তিনটি করে এবং পৌরসভায় একটি করে টিকাদান বুথ করা হবে। তবে আরও বেশি বুথ লাগলে স্থানীয়ভাবে ব্যবস্থার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।

টিকাদানের অগ্রাধিকার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘২৫ ঊর্ধ্ব সবাইকে টিকা দেয়া হবে। তবে প্রথম দুই ঘণ্টায় অগ্রাধিকার পাবেন ৪০ ঊর্ধ্ব নারী ও শারীরিক প্রতিবন্ধীরা। পাশাপাশি দুর্গম এলাকায় অগ্রাধিকারভিত্তিতে টিকা দেয়া হবে।’

আরও পড়ুন