৮ বিভাগের কিডনি ডায়ালাইসিস সেন্টারের উদ্যোগ নিয়েছে সরকার।
দেশের ৮ বিভাগে কিডনি ডায়ালাইসিস সেন্টারের দায়িত্ব পাচ্ছেন দেশের ৮জন বিশেষজ্ঞ চিকিৎসক।
রোববার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জারি হওয়া এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিভাগীয় সমন্বয়কগণ নিজ নিজ বিভাগের মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলাসমূহের নির্মানাধীন ডায়ালাইসিস সেন্টারের ভৌত অবকাঠামো ও ডায়ালাইসিস ইউনিটের চিকিৎসা সরঞ্জামাদি স্থাপনের কাজ তদারকি করবেন।
‘মেডিকেল কলেজ হাসপাতালসমূহে বিদ্যমান কিডনি ডায়ালাইসিস সেন্টার ৫০ শয্যায় উন্নীতকরণ এবং জেলা সদর হাসপাতালসমূহে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন” শীর্ষক প্রকল্পের অধীনে নিম্নোক্ত কর্মকর্তাগণকে তাদের নিজ দায়িত্বে অতিরিক্ত হিসেবে নামের পার্শ্বে বর্ণিত বিভাগীয় সমন্বয়কের দায়িত্ব প্রদানের প্রস্তাব করা হলোঃ
১. ডা. মোহাম্মদ এহসান উদ্দিন খান, সহকারী অধ্যাপক, ঢাকা ঢাকা মেডিকেল কলেজ।
২. ডা. শুভার্থী কর, সহকারী অধ্যাপক, সিলেটএম এ জি ওসমানী মেডিকেল কলেজ, সিলেট।
৩. মোহাম্মদ আলী রুমী, সহকারী অধ্যাপক, শের-ই-বাংলা শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল।
8. ডা. মোহাম্মদ ওমর ফারুক মিয়া, সহকারী অধ্যাপক, ময়মনসিংহ মেডিকেল কলেজ।
৫. ডা. মোহা. সিদ্দিকুর রহমান, সহকারী অধ্যাপক, রাজশাহী মেডিকেল কলেজ।
৬. ডা. সৈয়দ আনিসুজ্জামান, সহকারী অধ্যাপক, রংপুর মেডিকেল কলেজ।
৭. ডা. পলাশ তরফদার, সহকারী অধ্যাপক, খুলনা মেডিকেল কলেজ।
৮. রফিকুল হাসান, সহকারী অধ্যাপক, কক্সবাজার মেডিকেল কলেজ।
প্রসঙ্গত, কিডনি রোগীদের ডায়ালিসিসের জন্য ঢাকায় যেতে হয়। ডায়ালিসিস করতে গিয়ে অনেক সময় গরিব মানুষ নিঃস্ব হয়ে যায়। অনেকে মৃত্যুবরণ করেন। এ কারণে ৮ বিভাগের কিডনি ডায়ালাইসিস সেন্টারের উদ্যোগ নিয়েছে সরকার। এছাড়াও প্রতিটি জেলায় ১০ বেডের কিডনি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করেছে সরকার।
আরও পড়ুন