Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


রোহিঙ্গাদের জন্য কানাডার কাছে টিকা চেয়েছে বাংলাদেশ

Main Image

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।


বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য কানাডা সরকারের কাছে টিকা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার এক ভার্চুয়াল বৈঠকে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী কারিনা গোল্ডের কাছে কোভ্যাক্সের অধীনে এই টিকা চান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঝুঁকি বিবেচনায় রোহিঙ্গাদের ৫৫ বছর বয়স থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। শুরুতে ৪৮ হাজার রোহিঙ্গাকে টিকা দেওয়া হচ্ছে।

গত ১০ আগস্ট থেকে রোহিঙ্গাদের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। তাদের চীনের সিনোফার্মের তৈরি টিকা দেওয়া হচ্ছে।

এ সময় বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীর আশ্রয়ে কথা স্মরণ করে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী।

তিনি জানান, কানাডা আগামী তিন বছর বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য ২৮৮ মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে।

রোহিঙ্গা শিশুদের শিক্ষা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান কানাডার এই মন্ত্রী।

এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের কারিকুলাম অনুযায়ী বাংলাদেশ রোহিঙ্গাদের শিক্ষা সুবিধা দিতে চায়। আর তাই ইউএনএইচসিআর মিয়ানমার থেকে শিক্ষক নিয়োগ করতে পারে।

তিনি বলেন, জাতিসংঘ রাখাইন রাজ্যে আরও সম্পদ বিনিয়োগ করে সেখানে অবস্থানরত রোহিঙ্গাদের শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিকত্ব নিশ্চিত করতে পারলে বাংলাদেশে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্বদেশে ফিরে যেতে উৎসাহিত করবে।

ড. মোমেন এ সময় ভাসানচরে হস্তান্তরিত রোহিঙ্গাদের বিশেষ সুবিধার কথা তুলে ধরেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ভাসানচরে মানবিক কর্মকাণ্ডে সহায়তার জন্য আহ্বান জানান।

আরও পড়ুন