Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


প্রায় ৫০ হাজার রোহিঙ্গাকে টিকা দেওয়ার পরিকল্পনা

Main Image

সাম্প্রতিক দিনগুলোতে রোহিঙ্গা শরণার্থীদের মাঝে করোনা সংক্রমণ বেড়েছে।


মিয়ানমারে জাতিগত নিপীড়নের মুখে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের করোনাভাইরাসের টিকাদানের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ৫৫ বছরের বেশি বয়সী ৫০ হাজার রোহিঙ্গাকে টিকা দেওয়া হবে।

বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাত আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ কথা জানিয়েছে।

বাংলাদেশের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত শুক্রবার বার্তা সংস্থা ডিপিএ-কে বলেন, ‘টিকা পাওয়ার ওপর ভিত্তি করে আমরা আগস্টের যেকোনো সময় রোহিঙ্গাদের টিকাদান শুরু করবো।’

তিনি বলেন, টিকাদান কর্মসূচির তারিখ এখনো নির্ধারিণ করা হয়নি।

জাতিসংঘের বিভিন্ন সংস্থার সহযোগিতায় প্রাথমিকভাবে ৫৫ বছরের বেশি বয়সী ৫০ হাজার রোহিঙ্গাকে টিকার আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়া হবে।

পর্যাপ্ত টিকা পেলে বাকি শরণার্থীদের টিকাদান শুরু হবে বলে জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার।

সাম্প্রতিক দিনগুলোতে শরণার্থীদের মাঝে করোনা সংক্রমণ বাড়ছে। গত বছরের মে মাসে রোহিঙ্গা ক্যাম্পে প্রথম রোগী শনাক্তের পর এখন পর্যন্ত সেখানে ২ হাজার ১৬১ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২৪ জন।

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে জাতিগত নিধনযজ্ঞের মুখে পালিয়ে বাংলাদেশে আসা ১০ লাখের বেশি রোহিঙ্গাকে কক্সবাজার জেলায় আশ্রয় দিয়েছে বাংলাদেশ।

এদের মধ্যে সাড়ে ৭ লাখের বেশি মানুষ ২০১৭ সালে নির্মম সেনা অভিযানের মুখে পালিয়ে আসেন। ‘গণহত্যার উদ্দেশ্যে’ ওই অভিযান চালানো হয়েছিল বলে অভিযোগ করেছে জাতিসংঘ।

আরও পড়ুন