Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


সিডিসির ভ্রমণ ঝুঁকির সর্বোচ্চ তালিকায় বাংলাদেশ

Main Image

পূর্ণ ডোজ টিকা গ্রহণকারী ভ্রমণকারীরও ঝুঁকি আছে বলে সিডিসির সুপারিশে বলা হয়েছে।


যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) দেশটির নাগরিকদের জন্য করোনা পরিস্থিতিতে ভ্রমণ সুপারিশের হালনাগাদ তালিকায় বাংলাদেশকে সর্বোচ্চ ঝুঁকির ক্যাটাগরিতে রেখেছে।

সিডিসির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, অজ্ঞাত পর্যায়, পর্যায়-১, পর্যায়-২, পর্যায়-৩ ও পর্যায়-৪ এর মধ্যে পর্যায়-৪ এ আছে বাংলাদেশ।

পর্যায়-৪ এ থাকা দেশগুলো ভ্রমণের ক্ষেত্রে ঝুঁকির মাত্রা খুবই উচ্চ। এই পর্যায়টি মার্কিন নাগরিকদের কোনো দেশ ভ্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা হিসেবে গণ্য হয়ে থাকে।

এই পর্যায়ে থাকা দেশগুলো ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হয়েছে। যদি ভ্রমণ করতেই হয়, তাহলে আগেই টিকার পূর্ণ ডোজ নিতে বলা হয়েছে।

এই ক্যাটাগরিতে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মিয়ানমার, ব্রাজিল, আর্জেন্টিনাসহ ৬১টি দেশ রয়েছে।

ভ্রমণ সুপারিশে বাংলাদেশ সম্পর্কে সিডিসি বলেছে, ‘ভ্রমণ পরিহার করুন। তারপরও বাংলাদেশে যদি ভ্রমণ করতেই হয়, তাহলে আগেই টিকার পূর্ণ ডোজ নেওয়ার বিষয়টি নিশ্চিত করুন।’

বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, তাতে এমনকি পূর্ণ ডোজ টিকা গ্রহণকারী ভ্রমণকারীরও ঝুঁকি আছে বলে সিডিসির সুপারিশে বলা হয়েছে।

আরও পড়ুন