Advertisement
Doctor TV

শুক্রবার, ১ আগস্ট, ২০২৫


বিএসএমএমইউয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা. মো. তাহির আর নেই

Main Image

ছবি- সংগৃহীত।


দেশের প্রথিতযশা মেডিসিন বিশেষজ্ঞ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক ভিসি অধ্যাপক ডা. মো. তাহির আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় ঢাকায় নিজ বাসভবনে বার্ধক্যজনিতকারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, ডা. তাহিরের লাশ সিলেটের কানাইঘাট উপজেলার ছোটদেশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। সোমবার বাদ এশা তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ডা. তাহির পেশাগত জীবনে সর্বশেষ দায়িত্ব পালন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে।

তিনি বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ান্স অ্যান্ড সার্জনস-এর সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাছাড়া, ইংল্যান্ডের রয়েল কলেজ অব ফিজিশিয়ানস এর কান্ট্রি এডভাইজার পদেও অধিষ্ঠিত ছিলেন।

প্রথিতযশা এই চিকিৎসকের মৃত্যুতে তার সাবেক কর্মস্থল ও চিকিৎসাঙ্গণের বিভিন্ন ব্যক্তিবর্গ শোক জ্ঞাপন করেছেন।

আরও পড়ুন