Copyright Doctor TV - All right reserved
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগে নতুন করে যুক্ত হলো হার্ট ফেইলিওর ক্লিনিক। বুধবার (১১ অক্টোবর) নতুন ক্লিনিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন মমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল কাদের।
হার্টের মূল কাজ হলো শরীরের প্রতিটি কোষে প্রয়োজনীয় অক্সিজেন ও খাদ্য সরবরাহ করা। এ জন্য পাম্পিং শক্তি কার্যকর থাকা চাই। আর পাম্প করতে হলে সুস্থ ও শক্তিশালী মাংসপেশি আবশ্যক
দেশের মোট জনগোষ্ঠীর এক-চতুর্থাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মহিউদ্দিন। উচ্চ রক্তচাপের কারণে বিভিন্ন অসংক্রামক রোগ, বিশেষ করে হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিওর ও ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে বলে জানান তিনি।