মমেক হাসপাতালে হার্ট ফেইলিওর ক্লিনিক চালু
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের অধীনে হার্ট ফেইলিওর ক্লিনিক উদ্বোধন
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগে নতুন করে যুক্ত হলো হার্ট ফেইলিওর ক্লিনিক। বুধবার (১১ অক্টোবর) নতুন ক্লিনিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন মমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল কাদের।
উপস্থিত ছিলেন বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির সেক্রেটারি জেনারেল প্রফেসর ডা. আবদুল্লাহ আল শাফি মজুমদার এবং বিএসএমএমইউর কার্ডিওলজি বিভাগের সাবেক চেয়ারম্যান বর্তমানে ইউজিসির প্রফেসর ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী। আরও উপস্থিত ছিলেন মমেকের কার্ডিওলগি বিভঅগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডা. গণপতি আদিত্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মমেক হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. গোবিন্দ পাল।
'হার্ট ফেইলিওর ক্লিনিক' চালু হওয়ায় হার্ট ফেইলিওরের রোগীরা নিয়মিত ফলো-আপে থাকতে পারবেন এবং গাইডলাইন ডিরেক্টেড প্রপার ম্যানেজমেন্ট পাবেন বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।