Copyright Doctor TV - All right reserved
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর বিস্ফোরণ স্থল পরিদর্শন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুনের পর বিস্ফোরণে অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। দগ্ধ ও আহত হয়েছেন কয়েকশ মানুষ। ডিপোতে হাইড্রোজেন পার অক্সাইড নামে রাসায়নিক থাকার কারণে আগুনের ভয়াবহতা বেড়েছে এবং শনিবার রাতের আগুন মঙ্গলবারও পুরোপুরি নিয়ন্ত্রণ আসেনি।
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর ম্যানেজার (প্রশাসন) খালেদুর রহমান (৫৮) ছিলেন বাসায়। অগ্নিকাণ্ডের খবর শুনে ছুটে যান। নেমে পড়েন উদ্ধার তৎপরতায়। কিছুক্ষণ পরই সেখানে বিস্ফোরণ হলে তিনি দগ্ধ হন।