সীতাকুণ্ডে দগ্ধ খালেদুর করোনায় আক্রান্ত

ডক্টর টিভি রিপোর্ট
2022-06-07 14:05:56
সীতাকুণ্ডে দগ্ধ খালেদুর করোনায় আক্রান্ত

সোমবার রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পাঠানো হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর ম্যানেজার (প্রশাসন) খালেদুর রহমান (৫৮) ছিলেন বাসায়। অগ্নিকাণ্ডের খবর শুনে ছুটে যান। নেমে পড়েন উদ্ধার তৎপরতায়। কিছুক্ষণ পরই সেখানে বিস্ফোরণ হলে তিনি দগ্ধ হন।

খালেদুর রহমানকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার করোনা শনাক্ত হয়েছে। এরপর সোমবার (৬ জুন) রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পাঠানো হয়েছে।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, খালেদুরের শরীরের ১২ শতাংশ পুড়ে গেছে।

এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের ঘটনায় দগ্ধ আরও তিনজনকে চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। সোমবার রাতে তাদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

তিন ব্যক্তি হলেন- এনামুল (২৫), বদরুজ্জামান রুবেল (১৮) ও মো. সুমন (৩৪)। এ নিয়ে বিএম কনটেইনার ডিপোতে আগুন-বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ১৯ জনকে ঢাকায় এনে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভয়াবহ এ আগুনে পুড়ে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৯ সদস্যসহ নিহত হয়েছেন ৪১ জন।


আরও দেখুন: