Copyright Doctor TV - All right reserved
রোগীর আত্মীয় স্বজন যখন বুঝবেন- মানুষটা চেষ্টার কম করেননি, সময় শ্রম দিয়েছেন- আপনি সম্মান পাবেনই। তারপরও কিছু অমানুষ, বেয়াদব, ইতর রোগী বা রোগীর আত্মীয় সবখানেই থাকবে- তারা আপনাকে অসম্মান করলে বা করতে চাইলেও আপনার অতীত জীবনে অর্জিত হাজার রোগীর দোয়ায় আপনার কিচ্ছু করার সক্ষমতা তারা হারাবে।
পৃথিবীর আদালত হয়তো আমাকে দোষী বলতে পারে, কদর্য লেপ্টে দিতে পারে আমার এতোদিনের অর্জনে, কিন্তু আমার বিবেকের আদালত বা সৃষ্টিকর্তার আদালতে আমি বেকসুর খালাস পাবোই। এটাই আমার কনফিডেন্স, আমার সাদা এপ্রোনের গৌরব।
চিকিৎসক ছাড়া কেউ সাদা এপ্রোন পরতে পারবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।