Copyright Doctor TV - All right reserved
প্রতিটি মানুষের কাজ করার পরিশ্রম করার একটা সর্বোচ্চসীমা আছে। এ সীমা অতিক্রম করে গেলে তার দেহমন অবসাদে পরিপূর্ণ হয়। অথচ রোগীদের এতো সেবা দেওয়ার পরেও তারা কৃতজ্ঞতা খুব কমই পায়, বরং পায় বিস্তর অভিযোগ, অসন্তোষ আর মারমুখী আচরণ।
মোটরসাইকেল চালানো শুরুর আগেই হেলমেট মাথায় দিয়ে রাখলে এক্সিডেন্টে ক্ষয়ক্ষতি কম হয়। স্ট্রোক একটা এক্সিডেন্ট! হয়ে গেলে তেমন কিছু করা যাবে না আর তাই আগেই সতর্ক হওয়া উচিত।