Copyright Doctor TV - All right reserved
আমাদের দেশে স্ট্রোক বলতে অনেকে হার্ট এটাককে (একটি হৃৎপিন্ডের রোগ) মনে করে থাকেন। প্রকৃতপক্ষে স্ট্রোক মস্তিষ্কের একটি রোগ। এটি দু রকমের হয়। একটি মস্তিষ্কে রক্ত ক্ষরনের জন্য হয়। অন্যটি কোন কারনে মস্তিষ্কে রক্ত সরবরাহ কমে গেলে হয়।
দেশে পারকিনকন্স রোগে ষাটোর্ধ্বদের ঝুঁকি বেশি বলে জানিয়েছে চিকিৎসকরা। তাদের মতে, শতকরা ৭০ শতাংশ ক্ষেত্রে পারকিনসন্স রোগের কারণ অজানা। পাঁচ শতাংশ জেনেটিক। বাকি ২৫ শতাংশ যেমন- স্ট্রোক, টিউমার, বারবার মস্তিষ্কে আঘাত, ইনফেকশন, উইলসন ডিজিজসহ মস্তিষ্কের রোগের কারণে হয়ে থাকে।