Copyright Doctor TV - All right reserved
অভিযানে যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্স ছাড়া এজেন্ট পরিচালনা করা, লাইসেন্স ছাড়া ওষুধ মজুত ও সরবরাহ, নকল ও ভেজাল ওষুধ মজুত, দামের তারতম্যসহ বেশ কয়েকটি অপরাধের প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত।
গোপালগঞ্জ'র টুঙ্গিপাড়া উপজেলাধীন ২টি বেসরকারি ক্লিনিক ও ৫টি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৩ জানুয়ারি) টুঙ্গীপাড়ায় স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ জিল্লুর রহমানের নেতৃত্বে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-ইয়াসা রহমান তাপাদার এ অভিযান পরিচালনা করেন।
বিভিন্ন অপরাধে বোয়ালমারী পৌর সদরের চৌরাস্তা সংলগ্ন কোহিনূর ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা, হাসপাতাল সড়কের আল আমিন ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা এবং মীম ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।