ফরিদপুরের ৩টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারেফ হোসাইন
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদরের ৩ টি ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সূত্র : জাগো নিউজ।
সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারেফ হোসাইন।
বিভিন্ন অপরাধে বোয়ালমারী পৌর সদরের চৌরাস্তা সংলগ্ন কোহিনূর ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা, হাসপাতাল সড়কের আল আমিন ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা এবং মীম ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারেফ হোসাইন বলেন, সব ডায়াগনস্টিক সেন্টারে একদিনে অভিযান চালানো সম্ভব নয়, পর্যায়ক্রমে করা হবে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা বলেন তিনি।