Copyright Doctor TV - All right reserved
ভৈরবে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার পর বেড়েই চলেছে নিহত ও আহতদের সংখ্যা। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় ক্লিনিকগুলোতে নেয়া হয়েছে। সেখানে চলছে আহতদের আহাজারি। আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।
কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আহতদের জরুরি ভিত্তিতে চিকিৎসা দিতে বাড়তি প্রস্তুতি নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে যে কোনো দুর্যোগে আহতদের চিকিৎসাসেবা দিতে গঠিত রেসপন্স টিম ও বাড়তি চিকিৎসকদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে থাকার নির্দেশনা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রওশন আরা নিপা জানান, খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে বিকেল ৪টা থেকে রাত সন্ধ্যা ৭টা পর্যন্ত ২৩ জন হাসপাতালে চিকিৎসার জন্য আসে।